1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

সাজাদুর রহমান সাজু: শ্রমিক – মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহান মে দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১লা মে) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ উপলক্ষে ২৬টি শ্রমিক সংগঠনের অংশগ্রহণে এক বিশাল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। মহান মে দিবসের এবারের প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শহীদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি। মহান মে দিবস উদযাপন কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি গোলজার রহমান,বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রওশন আলম, আব্দুল মালেক শাহিন,হারুন,অর রশিদ,আমির হোসেন সোনামিয়া,আবু তালেব প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো দিবসের তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচি পালন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি