শেরপুর প্রতিনিধিঃ “স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে মাস্ক বিতরণ করলেন সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদিন।
১৬মার্চ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় এ মাস্ক বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদিনের নিজস্ব অর্থায়নে উপজেলা ভুমি অফিসের পক্ষ থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
হঠাৎ করে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও সাধারণ জনগণ মাস্ক ব্যবহার হেয়ালিপনা করছেন। এমন পরিস্থিতিতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে ঝিনাইগাতী বাজারের ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাঝে সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদিন নিজ হাতে মাস্ক বিতরণ করেন। তিনি বাজারের সকল ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব রক্ষা করা এবং মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেন। অন্যথায় পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আর্থিক দণ্ডে দণ্ডিত করা হবে। কাজেই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন।