1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

রাউজানে মে দিবসে প্রীতি ফুটবল ম্যাচে উ তিলোকাবংশ দল ও পন্ডিত ধর্মরাজ দলের জয়লাভ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪

সঞ্জয় বড়ুয়া, রাউজান চট্টগ্রাম: রাউজান উপজেলার দক্ষিন ঢাকাখালীতে মে দিবসে অনুষ্ঠিত হলো ২য় বারের মতো ঢাকাখালী প্রিমিয়ার ফুটবল লীগ ।
উদ্বোধনী খেলার উদ্বোধন ঘোষণা করেন,সাবেক ফুটবলার আবুরখীল খেলোয়াড় সমিতি এর সাধারণ সম্পাদক সত্যজিৎ বড়ুয়া।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিন ঢাকাখালী পল্লীমঙ্গল সমিতি এর প্রাক্তন সাধারন সম্পাদক,বিশিষ্ট নাট্যজন রূপায়ন বড়ুয়া কাজল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার, আবুরখীল খেলোয়াড় সমিতির কোষাধ্যক্ষ বাবু অসীম বড়ুয়া অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন ঢাকাখালী পল্লীমঙ্গল সমিতি এর প্রাক্তন সাধারন সম্পাদক বাবু বাবু বড়ুয়া ্ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ ঢাকাখালী পল্লীমঙ্গল সমিতির সভাপতি বাবু সত্যজিৎ বড়ুয়া।এতে আরো উপস্থিত ছিলেন সমিতির নেতৃবৃন্দ । খেলা মুরুর আগে বৌদ্ধ সমাজে তথা বাংলা মায়ের গর্বিত সন্তান আবুরখীল গ্রামের কৃতি সন্তান একুশে পদক প্রাপ্ত ড. প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রথম খেলায় মুখোমুখি হয় প্রয়াত কর্মবীর বৌদ্ধ ভিক্ষু উ তিলোকবংশ ফুটবল দল ও বিপ্লবী রোহিণী ফুটবল দল।
এতে উ তিলোকবংশ ফুটবল দল জয়ী হয় ।দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ডাক্তার রামচন্দ্র ফুটবল দল ও পন্ডিত ধর্মরাজ ফুটবল দল ।

উদ্বোধনীর দিনে প্রথম খেলায় মুখোমুখি হয় উ তিলোকবংশ ফুটবল একাদশ ও বিপ্লবী রোহিণী ফুটবল একাদশ। শেষে ট্রাইবেকারেও সমান সমান স্কোর হওয়ায় টসের মাধ্যমে উ তিলোকবংশ জয় লাভ করে।

দ্বিতীয় খেলায় ডাঃ রামচন্দ্র ফুটবল একাদশ-০ ২- গোলে হারিয়ে পন্ডিত ধর্মরাজ ফুটবল একাদশ জয় লাভ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি