1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

সিলেট সদরে দ্বিগুণ ভোট পেয়ে চেয়ারম্যান হলেন অধ‍্যক্ষ সুজাত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

নাসীর উদ্দিন : সিলেট সদরে দ্বিগুণ ভোট পেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ‍্যক্ষ সুজাত আলী রফিক কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৩২৬৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ নেতা মোঃ সামসুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৩৮৬৩ ভোট।

বুধবার (৮ ই মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত চলে ভোট গ্রহণ।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ৯২১। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৪২০ ও নারী ভোটার ৮৭ হাজার ৫০০ জন রয়েছেন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। সাত ইউনিয়নে মোট ৬২ টি ভোট কেন্দ্র রয়েছে।

এই উপজেলায় প্রার্থী ছিলেন ছয়জন। তারা হলেন- চেয়ারম্যান পদে শ্রমিক লীগ  সিলেট জেলা সভাপতি মো. এজাজুল হক (মোটরসাইকেল) স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ মিয়া (দোয়াত-কলম), আওয়ামী লীগ নেতা মো. সুজাত আলী রফিক (কাপ-পিরিচ), আওয়ামী লীগ নেতা মো. সামসুল ইসলাম (আনারস), আওয়ামী লীগ নেতা মিল্লাত আহমদ চৌধুরী (ঘোড়া) ও স্বতন্ত্র ডা. মো. খলিলুর রহমান (টেলিফোন)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি