মহিনুল ইসলাম সুজন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: প্রথম ধাপে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনর ভোট সম্পন্ন হয়েছে।বুধবার(৮ মে)সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।এতে উপজেলা চেয়ারম্যান পদে আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া) প্রতীকে ২৭ হাজার ২ শত ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস পারভেজ (আনারস) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯১ ভোট।এ পদে বাতিলকৃক(অবৈধ)ভোটার সংখ্যা ১ হাজার ৯শত ৮১। পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে উত্তম কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে ২৩ হাজার ৫ শত ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাক্কারুল ইসলাম পেলব (মাইক) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২শত ৬ ভোট।এ পদে বাতিলকৃত(অবৈধ)ভোটার সংখ্যা ৩ হাজার ৮৯।মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা ছিদ্দিকা (পদ্ম ফুল) প্রতীকে ৫৩ হাজার ৩ শত ৬০ ভোট পেয়ে তৃতীয়বারের মত নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহানারা বেগম(হাঁস) প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩ শত ৩৬ ভোট।
এ পদে বাতিলকৃত(অবৈধ)ভোটার সংখ্যা ২ হাজার ৮ শত ৮৯।এই উপজেলায় মোট ভোটার সংখ্যা-২ লাখ ২৭ হাজার ৯শত ৭০ জন।
ভোট গ্রহণ ও গণনা শেষে উপজেলা হলরুমে রাত প্রায় ১০টায় বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শুভ কুমার সরকার।