কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম : চিকিৎসা বিজ্ঞানের নানান আধুনিক সেবা নিয়ে একেক সময় একেক চমক নিয়ে আসছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।
জেনারেল চিকিৎসা থেকে শুরু করে ক্যান্সার, শিশু বিকাশ কেন্দ্র এবং এখন যোগ হচ্ছে রাউজান পৌরসভায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নতুন প্রস্তাবিত প্রকল্প সায়েমা ওয়াজেদ অটিজম হোম এন্ড ইনস্টিটিউট।
১০ মে সকালে প্রস্তাবিত প্রকল্প পরিদর্শন করেন
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলাপমেন্ট সুরক্ষা ট্রাস্টের (এনডিডি) ব্যবস্থাপনাপরিচালক (যুগ্ন সচিব) মো. শাহ আলম।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিউরো ডেভেলপমেন্ট সুরক্ষা ট্রাস্টের সাথে যৌথ ভাবে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শন করেন।প্রকল্প এলাকায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামে একটি বৃদ্ধনিবাসও গড়ে তোলা হবে।
উল্লেখ্য প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী প্রায় ৩ একর জায়গা প্রদান করেন। এই জায়গায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের একটি প্রকল্প হিসাবে এখানে বিশেষায়িত শিশুদের জন্য একটি আন্তর্জাতিক মানের অটিজম হোম এন্ড ইনস্টিটিউট গড়ে তোলা হবে।
পরিদর্শনকালে বিভাগীয় সমাজ সেবা পরিচালক কাজী নাজিমুল ইসলাম, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহি কমিটির সদস্য আলমগীর পারভেজ, ডা. ফজল করিম বাবুল, হাসপাতালের আজীবন সদস্য ও নাসিরাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ট্রেজারার মোহাম্মদ সাজ্জাদ, হাসপাতালের উপ-পরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসাইন, শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাস, ইমাম রাজি ইবনে জাহেদ, রাউজান পোরসভা মেয়র জমির উদ্দিন পারভেজ উপস্থিত ছিলেন।
প্রকল্প এলাকা পরিদর্শন করে এনডিডি ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক সন্তোষ প্রকাশ করেন এবং তিনি এই প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।