নিজস্ব প্রতিবেদক: “সকল সাংবাদিকদের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা ” জাতীয় সাংবাদিক সংস্থা ‘র ৩৩ সদস্য বিশিষ্ট কুমিল্লা বিভাগীয় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেনের নিজ বাসভবনে জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা বিভাগীয় কমিটির মতবিনিময় সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেন ও মহাসচিব মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট কুমিল্লা বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়া হয়।
কুমিল্লা বিভাগীয় কমিটির সভাপতি পদে দৈনিক জাতীয় অর্থনীতির সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ হারিসুর রহমান, সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচারের কুমিল্লা সিনিয়র রিপোর্টার শাহজালাল ভূঁইয়া সজিব ও সাংগঠনিক সম্পাদক পদে কুমিল্লা বুলেটিনের সম্পাদক এন.সি জুয়েলকে মনোনীত করা হয়।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক মানব কন্ঠের কুমিল্লা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম তরুণ, ঢাকা নিউজ ২৪ এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এ.কে.এম মাহমুদ রিয়াজ, দৈনিক জাতীয় অর্থনীতির লক্ষ্মীপুর স্টাফ রিপোর্টার জাকির হোসেন সবুজ, দৈনিক বিজনেস ফাইলের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ আবু মুসা,দৈনিক লাখো কন্ঠের চাঁদপুর প্রতিনিধি এস.এম কামাল ও বাংলা টিভি, দৈনিক সমকালের ফেনী জেলা প্রতিনিধি জাকের হায়দার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক একুশে সংবাদের কুমিল্লা প্রতিনিধি জুয়েল রানা মজুমদার, দৈনিক জাতীয় অর্থনীতির নোয়াখালী স্টাফ রিপোর্টার অলি উল্যাহ ইয়াছিন, চাঁদপুর প্রতিদিনের সহকারী সম্পাদক অভিজিৎ রায়, স্বদেশ বিচিত্রার ব্যবস্থাপনা সম্পাদক শাহ আলম বক্স,দৈনিক সমকালের ফেনী ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক জাতীয় অর্থনীতির ফেনী প্রতিনিধি মোঃ ওমর ফারুক, দৈনিক সরেজমিনের স্টাফ রিপোর্টার ইলিয়াস হোসাইন, দপ্তর সম্পাদক পদে দৈনিক জাতীয় অর্থনীতির ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি মোঃ শোয়েব আলী, সহ- দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচারের কুমিল্লা বিশেষ প্রতিনিধি আফছানা আক্তার, অর্থ সম্পাদক পদে সাপ্তাহিক অপরাধ সংবাদের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম, সহ- অর্থ সম্পাদক পদে দৈনিক জাতীয় অর্থনীতির বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক পদে দৈনিক জাতীয় অর্থনীতির চাঁদপুর স্টাফ রিপোর্টার আবু বক্কর সিদ্দিক, সহ- প্রচার সম্পাদক পদে দৈনিক জাতীয় অর্থনীতির নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মহসিন, আইন বিষয়ক সম্পাদক পদে দৈনিক জাতীয় অর্থনীতির কুমিল্লা বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে দৈনিক জাতীয় অর্থনীতির কুমিল্লা বিশেষ প্রতিনিধি মোশারফ হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক পদে দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার সালমা আক্তার, সহ- মহিলা বিষয়ক সম্পাদক পদে ইভিসি নিউজ চাঁদপুরের প্রধান সম্পাদক আমেনা আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দৈনিক জাতীয় অর্থনীতির কুমিল্লা স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দৈনিক জাতীয় অর্থনীতির কুমিল্লা প্রতিনিধি জাহিদ হাছান, সদস্য পদে দৈনিক সংবাদ দিগন্তের ক্যাম্পাস প্রতিনিধি ফয়েজুর রহমান রিফাত, কুমিল্লা বুলেটিনের চাঁদপুর বিশেষ প্রতিনিধি সৈয়দ আহমেদ, দৈনিক দেশ রূপান্তরের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম ও দৈনিক সংবাদের কুমিল্লা মুরাদনগর উপজেলা প্রতিনিধি রাজীব আহমেদ সহ ৩৩ সদস্য বিশিষ্ট কুমিল্লা বিভাগীয় কমিটি অনুমোদন দেয়া হয়। এতে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত ৬ টি জেলা ( কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়ীয়া,চাঁদপুর,ফেনী,লক্ষ্মীপুর) নিয়ে এ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট লেখক ও সংগঠক মোঃ আলতাফ হোসেন, মহাসচিব মোঃ কামরুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার। নতুন কমিটি অনুমোদনের পরে কুমিল্লা বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে কমিটি হস্তান্তর করা হয়।নতুন নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির সভাপতি, মহাসচিব ও সিনিয়র সহ- সভাপতি। শেষে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেন উপস্থিত কুমিল্লা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দদের উদ্দেশ্যে নেতিবাচক বক্তব্য রাখেন। তিনি “জাতীয় সাংবাদিক সংস্থা” সংগঠনের সুনাম ও সমৃদ্ধি বজায় রাখতে প্রত্যেক সদস্যকে নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।