এস এম আলমগীর চাঁদ ( পাবনা জেলা প্রতিনিধি ): গত ০৮মে,২০২৪ তারিখের উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (১ম পর্ব) কে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সহিংসতায় ঐ দিন তারিখ রাত অনুমান ৭.৩০ টায় পাবনা জেলার আমিনপুর থানাধীন সাগরকান্দি এলাকায় সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায় ধীরেন্দ্র নাথ কুন্ডু (৮০), পিতা-মৃত গজেন্দ্র নাথ কুন্ডু, সাং-গোয়ালকান্দি, থানা-আমিনপুর, জেলা-পাবনা এর বসতবাড়ীতে স্থাপিত মন্দিরে প্রতিমা ভাংচুর, চুরি ও ক্ষতিসাধনের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পর সাগরকান্দি গ্রামের ধীরেন্দ্র নাথ কুন্ডু (৮০) বাদী হয়ে এজাহারনামীয় ০১ জন এবং অজ্ঞাতনামা ৫০/৬০ জনের বিরুদ্ধে পাবনা জেলার আমিনপুর থানায় একটি মামলা দায়ের করে ।
উক্ত ঘটনায় আসামী গ্রেফতারে অভিযানে নামে সিপিসি-২, পাবনার একটি আভিযানিক দল। কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১২ মে/২০২৪ ২.৩০ টায় ‘পাবনা জেলার সদর থানাধীন হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার মূলহোতা এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী ০১। মিজান সরদার (৩৩), পিতা- আঃ কুদ্দুস সরদার, সাং গোয়ালকান্দি (বাজার সিন্দুরী), থানা-আমিনপুর, জেলা-পাবনা এবং অজ্ঞাতনামা পলাতক আসামী ০২। আব্দুল মজিদ শেখ (৪২), পিতা-মৃত হাসমত আলী শেখ, সাং-গোয়ালকান্দি, ০৩। রহমান ফকির (৩২), পিতা- গোলজার ফকির, সাং-শ্রীপুর, উভয় থানা-আমিনপুর, জেলা-পাবনাদের গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লেখিত আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করে। এই ঘটনায় অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উল্লেখিত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার আমিনপুর থানায় হস্তান্তর করা হয়।