রাকিব হাসান সাগর। নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ এর বন্দর উপজেলা নির্বাচন হয়ে গেল গত ৮ মে। বন্দর উপজেলা বাসি তাদের ভোট প্রয়গের মাঝে নির্বাচিত করেছেন তাদের প্রিয় মুখ আলহাজ্ব মকাসুদ হোসেন কে।তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাবেক চেয়ারম্যান বির মুক্তিযোদ্ধা এম এ রশিদ চেয়ারম্যান ও দুই বারের চেয়ারম্যান মুকুল রহমান তাদের কেউ দলীয় সমর্থন পেলেও ভোটের লড়াই ও জনপ্রিয়তায় মাকসুদ হোসেন এর সাথে পেরে উটতে পারেন নি শেষ হাসিটা হেসেছেন আলহাজ্ব মাকসুদ হোসেন চেয়ারম্যান। মাকসুদ চেয়ারম্যান বলেন এই বিজয়ের যে আনন্দ এর অভিবেক্তি তা ভাষায় প্রকাশ করা যাবে না তবে যদি এক কথায় বলতে চাই এটা সুখের সপ্নের একটা বিষয় এই বিজয় আমি একা মাকসুদ এর না এই বিজয় পুরো বন্দর উপজেলা বাসির বিজয় আপনি দেখেন আজকের এই বিজয় মুক্তির বিজয় এই বিজয় এই আনন্দের জন্ন্যে উপজেলা বাসি অপেক্ষায় ছিলো আমার মাধ্যমে এর প্রতিফলন ঘটাতে পেরেছে তাই সমগ্র বন্দর বাসি আজ উচ্ছাসে মেতেছে।আমি আমার সমগ্র বন্দর উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমাকে নির্বাচিত করায়। আমি অনেক বছর আগের থেকেই নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি সবার সাথে মিশেছি তারা কি চায় সেটা জানার চেষ্টা করেছি,আমি নির্বাচন করব বলেই সবাই বলেছে যে এইবার তারা দলে দলে ভোট দিতে যাবে ভোট দিতে। কারন এর আগের নির্বাচনে এই বারের মত এত ভোট প্রয়োগ হয়নি। এইবার নির্বাচনটা একটা উৎসব মুখর ও নির্বাচন হয়েছে। আমি নির্বাচনের সময় আমার ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়েছি আমি তাদের আমি আগে শপথ নেই ও চেয়ারে বসি ইনশাল্লাহ শত ভাগ চেষ্টা করব আমার ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি আমি পূরণ করতে। আমি নির্বাচনের আগেও যেমন আমার ভোটারদের কাছে গিয়েছিলাম তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছিলাম আমি নির্বাচিত হওয়ার পরও তাদের কাছে ঠিক আগের মতই তাদের কাছে ছুটে যাব,ইনশাল্লাহ তাদের সাথে আমার কোন দূরত্ব থাকবে না। আমি মাকসুদ মানুষকে কাছে টানতে জানি দূরে সরাতে না আমি মুছাপুর ইউনিনের তিন তিনবারের চেয়ারম্যান আমি এই বার আল্লাহর রাহমতে আমার ভোটারদের ভালোবাসার কারণে আমি উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ।