মোঃ দেলোয়ার হোসাইন: ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্রে বনানীর অভিজাত এলাকায় সাড়ে আট বিঘা জমির উপর অবস্থান করছে অত্র প্রতিষ্ঠানটি । অত্র প্রতিষ্ঠানটির দু’টি শাখা স্কুল ও কলেজ। অল্প সময়ে এটি বাংলাদেশ এর শীর্ষ স্থানীয় বিদ্যালয় গুলোর মধ্যে জায়গা করে নিয়েছে । ১৯৭২ সালের ৩১ জানুয়ারি বনানী বিদ্যানিকেতন স্কুল হিসেবে এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করে । ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠানে কলেজ শাখা খোলা হয় এবং ২০১৪ সালে প্রতিষ্ঠানের স্কুল শাখায় ইংলিশ ভার্সন খোলা হয়। প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখায় ১৩৬ জন্য অভিজ্ঞ শিক্ষকমন্ডলী রয়েছে।
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। এসএসসি ২০২৪ এর ফলাফল। মোট পরীক্ষার্থী : ৬৮১ জন। মোট উত্তীর্ণ : ৬৫৫ জন।জিপিএ- ৫ : ২১৪ জন।
পাশের হার : ৯৬.১৮%
বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজের শিক্ষক এবং যুগান্তর প্রতিনিধি জনাব নাজমুল হক দৈনিক জাতীয় অর্থনীতি কে যানান স্কুলের সকল শিক্ষক এবং অভিভাবকদের উচ্ছাসের কথা, এবং ভবিষ্যতেও এই ধারার অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাবেন।