রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের স্লুইচগেট-সংলগ্ন খিদির খালের জমি দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম মশকনিধন কর্মসূচি দেখতে উত্তরা ১১ নম্বর সেক্টরের স্লুইচগেট-সংলগ্ন এলাকায় যান। সেখানে গিয়ে তিনি খিদির খালের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার বিষয়টি দেখতে পান।
স্থানীয় সাংসদ (ঢাকা-১৮) মোহাম্মদ হাবিব হাসান ও ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফুর রহমান সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন মেয়র আতিকুল। সবকিছু জানার পর তিনি খালের জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেন।
মেয়রের নির্দেশ পেয়ে উত্তর সিটি করপোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে। বেলা দুইটা পর্যন্ত অভিযান চলছিল।
মেয়র আতিকুল জানান, সাফা টাওয়ার হোটেল অ্যান্ড বিজনেস সেন্টার কর্তৃপক্ষ খালের জায়গা দখল করে সীমানাপ্রাচীর গড়ে তুলেছিল। তারা খালের অংশ ধরে তাদের নির্মাণকাজের অফিস ও ফটক গড়ে তুলেছিল। এতে খাল পুরোপুরি অচল হয়ে পড়ে।
মেয়র আতিকুল বলেন, তিনি সবকিছু জানার পর খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে তাৎক্ষণিক নির্দেশ দেন।