গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক সংস্থা (রেজিঃ নং-বি-৮৩৭) কার্যকরী কমিটি গঠিত হয়েছে। চসিকের অবহেলিত শ্রমিকদের অধিকার আদায়ে স্বার্থে ১৯৬১ইং সালে যাত্রা শুরু হয় এই সংগঠনের। প্রাচীনতম এ সংগঠনকে পুনরায় মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দের সমন্বয়ে তরুণ মেধাবী শ্রমিকদের নিয়ে পুনঃগঠন করা হয়। উপ-পরিষদ কর্তৃক গত ২৮/০৩/২৪ খ্রি. তারিখ বিনা প্রতিদ্বন্ধিতায় চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন্স মো: গিয়াসউদ্দিন মহোদয়ের স্বাক্ষরিত স্মারক নং ৪০.০২.০০০০.১০২.৩৪.০০৯.২৪.৩৭৫, তারিখ ০২/০৪/২০২৪ মূলে ২৩ (তেইশ) সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত ঘোষনা করেন।
নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি মেজবাহ উদ্দীন আহমেদ, সহ-সভাপতি: ইয়াছিন সোহেল, সাজু মহাজন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমুল হাসান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ফয়েছুল আজাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সমাজ সেবা সম্পাদক মেশকাতুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজু তালুকদার, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম জোমাদ্দার, কোষাধ্যক্ষ জালাল উদ্দীন, কার্য নির্বাহী সদস্য আব্দুল মতিন, ছেনোয়ারা বেগম, মোঃ মহিউদ্দীন, তৌহিদ ফারুক, আবু হানিফ, শাহ আলম, ঝর্ণা দাশ, কার্তিক দাশ, কৃষ্ণ দাশ, ওম প্রকাশ দাশ ও অর্পণ চাকমা।