1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক মিন্টু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪

কেরানীগঞ্জ প্রতিনিধি: উৎসব মুখের পরিবেশে ঐতিহ্যবহী কেরানীগঞ্জ প্রেস ক্লাবে (২০২৪-২৬) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে (বৃহস্পতিবার) কেরানীগঞ্জের জিনজিরা বাসরোডে সংগঠনের নিজস্ব ভবনে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এতে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার মোঃ রায়হান খান ও সাধারণ সম্পাদক পদে কালের কন্ঠের আলতাফ হোসেন মিন্টু নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে নয়া দিগন্ত পত্রিকার রাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহরাওয়ার্দী শ্যামল ও শহীদুল ইসলাম বিপ্লব সমান ভোট পেয়ে যুগ্নভাবে নির্বাচিত হন। কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার শফিক চৌধুরী ও সহকারী নির্বাচন কমিশনার ইউসুফ আলী প্রেসক্লাবের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব,বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার নাজিম উদ্দিন ইমন, কোষাধক্ষ্য পদে দৈনিক আমাদের সময় পত্রিকার আশিক নূর, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবরের এরশাদ হোসেন, নির্বাহী সদস্য পদে ডিবিসি নিউজের নাসির উদ্দিন লিটন ও দৈনিক দেশ রূপান্তরের রাজু আহমেদ নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি