1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

চাদা বাজ ভুমিদসু দুলালের নির্যাতনে অতিষ্ঠ  চার পাশের মানুষ    

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪

জাহিদ হাছান কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন এর বলরাম পুর দিদার মার্কেট এর উওর পাশে, সাহেব আলী মেম্বারের ছেলে মো: জাহিদ হোসেন দুলাল,পেশা সিএনজি চালক হলে সে একজন বিশাল দুষ্কৃতিকারী  ও চাদবাজ, তার বিরুদ্ধে একাদিক বার অভিযোগ আছে থানায়, তার মেজো ভাই মৃত রুহুল আমিনের স্ত্রী  নুরুন নাহার বেগম জানায় আমি আজ অনেক বছর যাবৎ এই দুলালের অত্যাচার সহ্য করতেছি । দুলাল থেকে একটি বাড়ীর জায়গা ক্রয় করি প্রায় ১১ বছর আগে, তার পর বাড়ী নির্মান করি গত ৩ বছর হলো বাড়ী নির্মানের সময় সে ভিবিন্ন দরনের বাদা বিগ্ন করে টাকা চায়, পরে তাকে ২৫ হাজার টাকা দিয়ে আমি বাড়ির কাজ করি , পরবর্তী সময় সে আবার বিভিন্ন অজুহাত বিভিন্ন ধরনের শুরু করে আমার সাথে কোন কোন সময় রাস্তায় বেড়া কোন সময় হুমকি  দিয় টাকা দিতে, ভাড়াটিয়াদের কে ও গালা গালি করে। এর পর গত ২ মাস পুর্বে দুলাল আমার রাস্তায় বাদা প্রদান করে বাড়ীর সামনে টিন  দিয়ে বেড়া দেয় , এরপর এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়   মেম্বারকে জানালে  দুলাল কাউকে পরোয়া করে না । এর পর আমি একটি অভিযোগ করি থানায় এর পর সে বলে আমাকে টাকা দিলে আমি টিনের বেড়া  তুলে নিব, তার পর ২২ হাজার টাকা তাকে কিছু লোকের সামনে সাক্ষী করে টাকাটা তাকে দেই।এর কিছু দিন পর গত ১ সপ্তাহ আগে সে বাড়ীর পিছনের দিকে পানির ড্রেনে সে বাদ দিয়ে দেয় এর ফলে পানি আটকে ফুলে চার দিকের মানুষের বাড়ীতে পানি ডুকে তার পর আমি স্হানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদের অবগত করি সে কারো কথা শুনে না তাই আমি কোতয়ালী থানায় গিয়ে তার নামে একটি অভিযোগ করি, আর আমাকে দুলাল বলে ১ লাখ টাকা দিলে আমি পানি যেতে দিব না হয় সমস্যা হবে আমাকে মেরে ফেলবে বলে হুমকি প্রধান করে। বিষয়টি গনমাধ্যম কর্মিরা জানার পর ঘটনাস্থল  গিয়ে জানা যায় তাদের প্রতিবেশী মো: তুতা মিয়া ও  তাহার ছেলে শাহীন মিয়া বলে আমরা এ ব্যপারে জানি সে একজন খারাপ লোক  কারো কথা শুনেনা, কিছু দিন আগে বাড়ীর সামনে বেড়া দেয় প্রায় সময় সে এ গুলো করে গত ১৫ দিন আগে ও আমাদের সামনে ২২ হাজার টাকা তাকে দেয় দেয়ার ১৫ দিন পর আবার পানির ড্রেনে আটকে দেয় টাকার জন্য, দুলালের বড় ভাই এর মেয়ে সৃতি বলে আমাদের সবার বাড়ীর পানি আজ ৩০ বছর দরে যায় কোন সমস্যা নেই আমার চাচা দুলাল লোক হিসেবে ভালো নয়, সে কারো কথা শুনেনা এখন পানি আটকে দিয়েছে এখন ভুক্তভোগী নুরুন্নাহার নিরীহ মানুষ,সে বলে আমার একটা ছেলে সে বাহিরে আমার কেহ নেই আমার একটা মেয়ে  মেয়েকে নিয়ে থাকি গত দিন ও আসছে আমার ঘরের সামনে মারতে, আমি এখন নিরুপায় হয়ে থানায় অভিযোগ করছি আমি প্রশাসনের কাছে  দুলালের বিচার চাই ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি