গোলাম রব্বানী: দ্বিতীয় ধাপে খুলনা জেলার তেরখাদা উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়েছে। এখন চলছে গণনা।
সরজমিনে ঘুরে দেখা যায়, শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
এদিকে তেরখাদা উপজেলায় চেয়ারম্যান পদে ২জনের মধ্যে দোয়াত কলম প্রতীক নিয়ে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু এবং আনারস প্রতীক নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আবুল হাসান মুসল্লি ।
ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জনসহ মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ কেন্দ্র মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিজিবি র্যাবসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর টিমে পাশাপশি নির্বাহী ম্যাজিষ্টেট ও জন জুডিশিয়্যাল ম্যাজিষ্টেট নিয়োগসহ পুলিশের মোবাইল ও ষ্টাইকিং টিম মাঠে কাজ করছে।
উল্লেখ” ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত তেরখাদা উপজেলায় মোট ভোটার ১লক্ষ ৩হাজার ৭৬৮,এর মধ্যে পুরষ ভোটার ৫২হাজার ৫১৫ এবং নারী ভোটার ৫১ হাজার ১৭১ জন।