চট্টগ্রাম প্রতিনিধি: সন্দ্বীপে পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্ব ও বাল্য বিবাহ বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের পশ্চিম জেলে পাড়ায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উক্ত এলাকার সক্ষম দম্পতি, গর্ভবতী মহিলা, কিশোর কিশোরী দের নিয়ে বৈঠক টি অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন।বৈঠক পরিচালনা করেন সারিকাইত ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শিমুল মজুমদার।
বৈঠকে বক্তব্য রাখেন মাইটভাংগা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মাইনউদ্দীন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন বলেন সুখী ও সমৃদ্ধি পরিবার গঠনে পরিকল্পিত পরিবার গঠনের বিকল্প নেই।সুস্থ ও নিরাপদ প্রসব ডেলিভারির জন্য গর্ভবতী মহিলাদের নিয়মিত চেকআপের উপর গুরুত্বারোপ করেন। বাল্য বিবাহ নিরাপদ ডেলিভারির জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন সারিকাইত ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ডলী রানী নন্দী, পরিবার কল্যাণ সহকারী নাজমা বেগম প্রমুখ।