1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ার আরমান হত্যার ১৪ দিন, মূলহোতা কে, মামলার ধীরগতি, হতাশ এলাকাবাসী।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

গোলাম রব্বানী: ৮ ই মে উপজেলা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সাংবাদিক তপু শেখকে সরাসরি হুমকি প্রদান করে কতিপয় সন্ত্রাসী । নির্বাচনের ২ দিন পর খুন হয় তার ২০ বছরের ছেলে আরমান শেখ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মুন্সীরচর এলাকার সাংবাদিক তপু শেখের একমাত্র আদরের ছেলে আরমান শেখ গত ১১ই মে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে বড়ি ফেরে ১২ই মে। আরমান শেখের হত্যার ব্যপারে তপু শেখ বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ২৪ দিন পার হয়ে যাচ্ছে মামলার কোনো গতি নাই। হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে সাইফুল নামের একজন আসামিকে টুঙ্গিপাড়া থানায় আটোক দেখায় থানার তদন্তকারী অফিসার।গোপান সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাইফুর তার দেওয়া প্রাথমিক স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে বলেছে আরমানকে যখন নিয়ে যাওয়া হয় হত্যা করতে তখন আমি ওদের সাথে ইজিবাইকে ছিলাম ওরা যখন দাড়িয়ারকুল দিকে নিয়ে যাচ্ছিল তখন আমি নেমে যাই। আরমানকে ওরা কি কারণে হত্যা করল জবাবে সে নাকি বলেছে গত কয়েক বছর আগে টুঙ্গিপাড়ায় একটি স্কুল ছাত্রী ধর্ষণ হয় ঐ ধর্ষণের আসামিদের গ্রেফতারের দাবিতে আরমানের বাবা তপু শেখ মানববন্ধন করে আসামিদের গ্রেফতার করতে সাহায্যে করেছিল। ইজি বাইকের ব্যপারে সে কিছুই জানেনা। স্বীকারোক্তিতে আসামি সাইফুর আরো ২ জন হত্যার সাথে জড়িত ছিল বলে নাম প্রকাশ করে। আসামীর জবানবন্দিতে এটা সুস্পষ্ট যে কেউ হয়ত মিথ্যা বলছে বা তাকে দিয়ে বলাচ্ছে। কারণ টুঙ্গিপাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণে ঘটনার সময় সাংবাদিক তপু শেখ সাংবাদিক জগতে ছিলই না। আপরদিকে আসামি সাইফুরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার ব্যপারে শোনা যায় আসামি জবানবন্দি দিলে রিমান্ডে আনার প্রয়োজন হয় না, কারণ সে তার স্বীকারোক্তি দিয়ে দিয়েছে।সাইফুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরো দুই জনের নাম পাওয়া গেলেও টুঙ্গিপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয় নাই।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এই হত্যাকাণ্ডের ব্যাপার নিয়ে দ্রুত গতিতে কাজ করছি। অতি দ্রুত মামলাটির সুরাহ করবো বলে আমরা মনে করছি। ব্যাপারটি আমরা আপনাদেরকে জানাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি