গতকাল মঙ্গলবার ২১ মে ২০২৪ দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় ১ম পৃষ্ঠায় “এলজিইডি প্রকৌশলী আব্দুল বারেকের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের প্রতিবাদ জানান, এলজিইডি-আইইউজিআইপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল বারেক। তিনি বলেন, দেশে বিদেশে আমার কোন অবৈধ সম্পদ নেই। গুলশান বারিধারায় আমার কোন প্লট বা ফ্ল্যাট নেই। ৬৩ পৌরসভা নিয়ে আইইউজিআইপি প্রকল্পটিতে আমি মাত্র ৪ মাস ধরে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। প্রকল্পের কাজ মাত্রই শুরু হচ্ছে, এখানে অনিয়ম, দুর্নীতির কোন সুযোগ নেই। নিয়োগ সরকারি বিধিমোতাবেক করা হয়েছে। নি¤œ মানের পণ্য ক্রয় করার সুযোগ নেই। কর্মী ছাটাই করা হয়নি। প্রধান প্রকৌশলীকে পাশকাটিয়ে কোন কাজ করা হয়নি, সহকর্মীদের সাথে খারাপ আচরণ করা হয়নি। আমার আয় বহির্ভূত কোন সম্পদ নেই। একটি বিশেষ মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এধরনের কাল্পনিক তথ্য সাজিয়ে সংবাদ প্রকাশ করছে। এধরনের কাল্পনিক মিথ্যা ভিত্তিহীন সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি। ঠিকাদারদের নিকট থেকে উৎকোচ নেওয়ার প্রশ্নই আসে না। প্রকল্পের যাবতীয় কাজ সরকারি বিধিমোতাবেক করা হচ্ছে। কাজ ঠিকাদার কর্তৃক পৌরসভা পর্যায়ে বাস্তবায়িত হয়। এ ক্ষেত্রে প্রকল্প পরিচালকের সাথে ঠিকাদারদের কোন সংশ্লিষ্টতা নেই।
মোঃ আব্দুল বারেক
প্রকল্প পরিচালক
আইইউজিআইপি, এলজিইডি