সবকিছু পাল্টে গেল হঠাৎ। বার্সেলোনার কোচ হিসেবে আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। কিন্তু হুট করেই বার্সেলোনা ছাঁটাই করে দিল তাকে! এমন বিদায়ের প্রাক্কালেও দলের প্রতি ভালোবাসা জানিয়েছেন জাভি। বরখাস্ত হয়েও দিয়েছেন আবেগঘন বার্তা।
বার্সেলোনায় আর থাকছেন না জেনে ইনস্টাগ্রাম আবেগঘন একটি পোস্টে জাভি লিখেন, ‘প্রিয় বন্ধুরা, রোববার থেকে বার্সেলোনার বেঞ্চে আমার পথচলার ইতি ঘটবে। যে ক্লাবটি আমার জীবন, সেখান থেকে চলে যাওয়াটা সহজ নয়, কিন্তু আড়াই বছর প্রধান কোচ হিসেবে এই ড্রেসিংরুমে থাকা, যেটা আমার দ্বিতীয় বাড়ি… আমি খুবই গর্বিত।’
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জাভি বলেন, ‘সমর্থন ও ভালোবাসার জন্য আমি সমর্থকদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমার পাশে থেকেছেন, ফুটবলার হিসেবে এখানে কাটানো সময়ের মতোই একই রকম ভালোবাসা দিয়েছেন।’
জাভি আরও বলেন, ‘রোববার থেকে আমি আরেকজন বার্সেলোনা সমর্থক হয়ে যাব এবং সেটা অলিম্পিক স্টেডিয়ামে হোক ক্যাম্প ন্যুতে হোক। খেলোয়াড় বা কোচ হওয়ার আগে আমি ছিলাম একজন বার্সেলোনা সমর্থক এবং জীবনে আমি এই ক্লাবটির কেবল সবচেয়ে ভালোটাই চাই।’
জাভির সঙ্গে চুক্তি নবায়ন করার পরও হঠাৎ তাকে ছাঁটাই করার পেছনে ক্লাবকে নিয়ে বিরূপ মন্তব্যই দায়ী বলে ধারণা করা হচ্ছে। গত ১৬ মে সাংবাদিকদের কাছে ক্লাবের ‘নাজুক আর্থিক অবস্থা’ নিয়ে মন্তব্য করেন তিনি। গণমাধ্যমের খবর, এতেই নাকি কোচের ওপর চটে যান হুয়ান লাপোর্তা।
তবে কারও ওপরে ক্ষোভ নেই জাভির। সবাইকে ধন্যবাদ জানিয়ে জাভি বলেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সমর্থক, খেলোয়াড়, স্টাফ, সভাপতি, বোর্ড পরিচালক, স্পোর্টিং ডিরেক্টর, গণমাধ্যম এবং সবাই, যাদের সঙ্গে আমি আড়াই মৌসুম ধরে এই পথচলা ভাগাভাগি করেছি। আমার হৃদয়ের এই ক্লাবের জন্য শুভকামনা।’