কিবরিয়া চৌধুরীঃ সাবেক আইজিপি বেনজির আহমেদের হাজার কোটি টাকার সম্পাদের অর্থায়ন যাঁরা করেছেন তারা অবৈধ সমাজ নির্মানের কারিগর। বেনজিরের হাজার কোটি টাকা কিন্তু ব্যাংক, বীমা কিংবা সরকারের কোষাগারের মেরে দেওয়া টাকা নয়। সরকারের কোন মন্ত্রণালয় কিংবা বিভাগের টাকা নয়। এই টাকা সুবিধাভোগী ব্যাক্তিদের।বেনজিরের হাজার কোটি টাকার সুবিধা যারা নিয়েছে। হাজার কোটি টাকা পেয়ে বেনজির কয়েক লাক্ষ কোটির টাকার সুবিধা সুযোগ সন্ধানীদের ঘরে অকাতরে তুলে দিয়েছে। এই হাজার কোটি টাকার মদদ দাতারা তো বহাল আছেন। তাদের হাতে কয়েক লাক্ষ কোটি টাকার সম্পদ, মান, মর্যাদা ,পদ-পদবী রয়েছে। বেনজির তো হাজার কোটি টাকা আকাশ থেকে নিয়ে আসেননি। তিনি ছিলেন ক্ষমতার মালিক। ক্ষমতার মালিকের কাছে জনতা তো যাবেই? জনতার ক্ষমতার মালিক তো তিনি ।ওনার এক মিনিট মহামূল্যবান । কার কত সাধ্য ওনার এক মিনিট বাগিয়ে নেওয়া। এক মিনিট দু মিনিট, কিংবা একটা কোন যার ভাগ্যে জুটেছে তিনি তো মহারাজা। এখন বেনজির মহাপ্রজা । যাদের শুবিধা দিয়েছেন। তারাই এখন রাজার রাজা । রাষ্ট্রীয় সংস্থাগুলোর উচিত বেনজিরের হাজার কোটি টাকা দাতাদের খোঁজ বের করা । এটা রাষ্ট্র ও সরকারের ঈমানী এবং সামাজিক দায়িত্ব।