1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪

বিশ্বকাপ শুরুর সময়ের হিসাবটা এখন আর দিনে নেই। নেমে এসেছে ঘণ্টায়। ২৪ ঘণ্টা পরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

বাংলাদেশ সময় রোববার সকালে টেক্সাসে সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে টেক্সাস থেকে ৩ হাজার ২৩৯ মাইল দূরের শহর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায়। যেখানে স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট) নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে উইন্ডিজ।

এই ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে স্টেডিয়ামের গেইট খুলে দেওয়া হবে। আর ম্যাচ শুরু হওয়ার আধাঘণ্টা আগ পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান।

অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানটি জমকালো হবে নাকি সাদামাটা সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে যে পোস্টার দেখা যাচ্ছে তাতে কয়েকজন ডিজের গান গাওয়া ছাড়া আর কিছুই সম্ভবত হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠান কবে:

বাংলাদেশ সময় ২ জুন রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

কোথায়:

দক্ষিণ আমেরিকার ক্যারিয়ান অঞ্চলের গায়ানায়।

কারা পারফর্ম করবেন:

উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও কারা কারা পারফর্ম করবেন সেটা জানা গেছে। উইন্ডিজের ম্যাচের আগে পারফর্ম করবেন একাধিক ডিজে। তাদের মধ্যে ডেভিড রাডার, রবি বি, এরফান আলভেস ও আল্ট্রা।

উদ্বোধনী অনুষ্ঠান কোথায় দেখা যাবে:

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টারের তালিকাভূক্ত টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা যাবে।

বিশেষ করে— স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টস।

এছাড়া আইসিসি.টিভিতেও দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি