1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪

সাজাদুর রহমান সাজু: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ৩২ গাইবান্ধার ৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

রবিবার সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের বাস্তবায়নে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মো: এনামুল হক, গাইবান্ধার উপ পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জাফরিন জায়েদ জিতি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর্জা শহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জের এমসিএইচএফপি’র মেডিকেল অফিসার ইমরান হাসান,রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরীর ডিউক প্রমুখ।

কর্মশালায় উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মরত কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি