৩০ কোটি টাকার জমি পুনর্মূল্যায়ন করে ৯০ কোটি টাকা দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এতে জমির মূল্য বেড়েছে ৫৯ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৯৭৮ টাকা।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানিটির ২৭ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৪৮৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫৯ দশমিক ১৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৭ দশমিক ৫৩ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৩ দশমিক ৩২ শতাংশ শেয়ার।
১৩৭ কোটি টাকার বেশি ঋণে থাকা কোম্পানিটির ২০১৯ সালে ৫ কোটি ৩২ লাখ ১ হাজার টাকা মুনাফা হয়েছিল। সে বছর শেয়ারহোল্ডারদের মাত্র ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্রাইম ফাইন্যান্স। মঙ্গলবার (১৬ মার্চ) সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ১০ টাকা ৭০ পয়সায়। বৃহস্পতিবার লেনদেনের শুরুতেও শেয়ার মূল্য ছিল ১০ টাকা ৭০ পয়সা।
৩১ সেপ্টেম্বর ২০২০ সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালের একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে আয় কমেছে ৪ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৭ পয়সায়।