1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

মসজিদের জন্য তহবিল সংগ্রহে সাকিব-মাহমুদউল্লাহরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪

গতকাল থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। তাই আপাতত অনুশীলন আর বিশ্রামেই সময় পার করছে নাজমুল হোসেন শান্তর দল।

রোববার (২ মে) যুক্তরাষ্ট্রের একটি ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাকিব- রিয়াদরা। মূলত, সেখানে একটি মসজিদের নির্মাণের জন্য তহবিল সংগ্রহে সহযোগিতা করেছেন তারা।

এ সময় সাকিব-মাহমুদউল্লাহর সঙ্গে ছিলেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। এটি ছিল মূলত ডালাসের টেক্সাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণকাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কোরআন তেলাওয়াতের আয়োজন করে ইসলামী অ্যাসোসিয়েশন অব অ্যালেন। ধর্মীয় কাজে ক্রিকেটারদের পেয়ে খুশি ছিল আয়োজকরা।

এই অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিল ২০ ডলার। সবমিলিয়ে শতাধিক মানুষ এই অনুষ্ঠানে এসেছেন। এখান থেকে সংগৃহীত অর্থ দেওয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে।

আগামী ৮ জুন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা।

এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে ক্যারিবিয়ানে যাবে বাংলাদেশ। সেখানে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি