1. admin@jatioarthonitee.com : admin :
  2. arthonite@gmail.com : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন (পিপিএম)

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪

রিয়াজ উদ্দীন মাসুম সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন (পিপিএম) তৃতীয়বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
রবিবার (২ জুন) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ( বিপিএম, পিপিএম) এর হাত থেকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট এবং ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলায় তিনি সর্বমোট ১৬ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। সীতাকুণ্ডে আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নসহ অপরাধ দমনে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তিনি এ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট পেয়েছেন।
এর আগে তিনি বাঁশখালী থানায় ১৩ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন। মোঃ কামাল উদ্দিন (পিপিএম) গত ৬ মাস আগে সীতাকুণ্ড মডেল থানায় যোগদান করেন। এরমধ্যে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে মো. কামাল উদ্দিন বলেন, অপরাধ রোধ করা আমাদের কাজ। সমাজে শান্তি-শৃঙ্খলা ফেরাতে, জনগণের পাশে পুলিশের সেবা পৌঁছে দিতে আমরা সবসময় সচেতন। সাধারণ জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, অপরাধীরা যাতে কোনো অপরাধ করতে না পারে, সেজন্য আমি কাজ করে যাচ্ছি
আগামীতেও আমার এ কাজ অব্যাহত থাকবে। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার প্রিয় সহকর্মী ও প্রিয় সীতাকুণ্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি