শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ড়বিশ পরিবেশ দিবস উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে শিশু পল্লী প্লাস র্যালী, আলোচনাসভা, গাছের চারা বিতরণ, শিক্ষা ও সেবামুলক প্রতিষ্ঠানসহ এবং এমসি বাজার সংযোগ মহাসড়কের দুই পাশ পরিচ্ছন্নতা কর্মসুচী পালন করেছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কর্মসুচী পালিত হয়।
সকাল ৯টায় শিশু পল্লী প্লাস এর ক্যাম্পাসে পরিবেশ দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে শিশুদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার সংযোগ সড়ক প্রক্ষিণ করে। শোভাযাত্রাটি স্থানীয় টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষ রোপণ কর্মসুচী পালন করে। এসময় টেপির বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কবি নজরুল একাডেমীর শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই বিদ্যালয়ের সভাকক্ষে পরিবেশের গুরুত্ব তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিকেলে শিশু পল্লী প্লাস এ শিশুদের চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
টেংরা শিশু পল্লী প্লাস এর প্রতিষ্ঠাতা এবং ওভারসীজ ডিরেক্টর প্যাট্রিসিয়া এ্যান ভিভিয়াান কার এসব কর্মসুচীতে অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিশু পল্লী প্লাস এর স্কোয়াড্রন লিডার পরিচালক ফারজানা ফেরদৌস, জ্যৈষ্ঠ কর্মসুচী সমন্বয়কারী আসলাম খান প্রমূখ। ৩’শ বনজ ও ফলজ গাছের চারা দিয়ে স্থানীয় ডেকো গার্মেন্টস লিমিটেডের পক্ষে ডেকো ইশো গ্রপের জিএম আরিফ হাসান জনি, এ জি এম মাহবুব রহমান শাকিলসহ অন্যান্য কর্মকর্তাগণ ওইসব কর্মসুচীতে অংশ নেন।
এ ছাড়াও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ক্যাম্পাসে দিবসটি উপলক্ষ্যে বৃক্ষরোপন করা হয়। শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. আবু বাক্কার ছিদ্দিক আকন্দ জানান।