রিয়াজ উদ্দীন মাসুৃম স্টাফ রিপোর্টার: সীতাকুণ্ড হাসান গোমস্তা মসজিদে ৪১ দিন জামাতে নামাজ আদায় করায় ৯৬জন শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল, কম্বল, গেঞ্জি, স্কুল ব্যাগ, বিতরণ করেন ।জানা যায় গতকাল ১১ই জুন (মঙ্গলবার) সীতাকুণ্ড দক্ষিণ বাইপাসে অবস্থিত গোমস্তা মসজিদ কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথিত হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুল খায়ের মোহাম্মদ ওয়াহিদী বিশেষ অতিথি ছিলেন, লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, আরো উপস্থিত ছিলেন, সীতাকুন্ড ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলো, ও মাওলানা নুরুল আমিন,ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম সালাউদ্দিন, ও এডভোকেট সরোয়ার হোসেন লাভলু ও সাংবাদিক খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১ম স্থান অধিকারী সাইকেল পাওয়া কিশোররা হলো-আব্দুল্লা আল নোমান, হাবিবুর রহমান হাসান, হাদিসুর রহমান আয়াত, আলফাজ উদ্দিন, মেজবাহ উদ্দিন লাবীব, মো. মেহরাজ, মো. নাসিম উদ্দীন, মো. শাহাদাত হোসেন, মো. শাখাওয়াত, আব্দুল হামিদ, আতিকুল ইসলাম, মো. তাওহীদ, আহসাফ আহমেদ ইনান ও আবদুল্লাহ আল সাব্বির।
দ্বিতীয় স্থান অধিকারী ১৩ জন কিশোরদের কম্বল ও গেঞ্জি দেওয়া হয়েছে। তৃতীয় স্থান হিসেবে ৭ জন পেয়েছে জায়নামাজ, স্কুল ব্যাগ, গেঞ্জি এবং চতুর্থ পুরস্কার হিসেবে ৬২ জন একটি করে গেঞ্জি পেয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এই ধরনের উদ্যোগ সমাজের জন্য মঙ্গলজনক। তাছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বিভিন্ন রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়। নামাজ ইহকালে উত্তম ও পরকালের মুক্তির পথ হতে পারে। একজন মানুষকে সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে নামাজের বিকল্প নেই