মোঃ আনজার শাহ্, স্টাফ রিপোর্টার: গ্রামের তুলনায় শহরের মানুষ অধিক সহজ সরল, উদার, শহরের মানুষের মধ্যে হিংসাও সাধারণত কম থাকে, কারণ শহরের মানুষকে জীবনধারণের জন্য অনেক বেশি ব্যস্ত সময় পার করতে হয়lll তারা অন্যের সমালোচনা করার মতো সময় পায় নাlll আর গ্রামের অধিকাংশ মানুষ বছরের অধিকাংশ সময় তেমন কোনো কাজই করে নাlll দিনের কিছু সময় টুকটাক কাজ করে বিকেলে চা দোকানের আড্ডাকে তারা গিবতের কারখানা বানিয়ে ছাড়েlll পরিবারের কেউ না কেউ শহরে বা বিদেশে থেকে টাকা পাঠায়lll আর পরিবারের সবাই মিলে তাতে ফুটানি করেlll
গ্রামে অধিকাংশ ক্ষেত্রে একটি পরিবার আরেকটি পরিবারের বিরুদ্ধে যুগের পর যুগ অকারণেই লেগে থাকেlll একজন লোক আরেকজন লোকের বিরুদ্ধে লেগে থাকাটাই যেন স্বাভাবিকlll বাকীরা কখনো সে সব বিরোধ মিটাবার চেষ্টাও করে নাlll বরং গ্রাম্য বিরোধগুলো টিকিয়ে রাখাকেই তারা নিজেদের ঐতিহ্য বানিয়ে নিয়েছেll একটি পরিবার যদি একটু ভাল আয় উন্নতি করে তাহলে আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী ও দূরবর্তী সবাই তাদের ক্ষতি কামনায় উঠে পড়ে লাগেlll শহরে সাধারণত এমনটি দেখা যায় নাlll
এদের অলস মস্তিষ্ক গ্রামের নির্মল প্রাকৃতিক সবুজ পরিবেশকে বাস অনুপযোগী দুষিত করে ছাড়েlll দীর্ঘদিন শহরে থাকা মানুষ তাই ইচ্ছে করলেও গ্রামে শান্তিতে থাকতে পারে নাlll অথচ অনেকেই স্বপ্ন দেখেন কর্ম জীবন শেষে আবার গ্রামের সবুজ শ্যামল পরিবেশে বাকী জীবনটা কাটাবেনlll গ্রামের পরিবেশ যতো সুন্দর মানুষগুলোর চিন্তাধারা ততোধিক জটিলlll কিছু ব্যতিক্রম আছেlll
সংগৃহীত কুমিল্লা বরুড়া সোনাইমুড়ী এলাকার কৃতি সন্তান প্রিয় জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপি এম(বার)
পুলিশ সুপার,সাতক্ষীরা।