ডেক্স রিপোর্ট: চট্টগ্রাম মহানগরীর আকবরশা থানার বাংলা বাজার লতিফপুর রেললাইনের পশ্চিম পাশে ফজর আলীর বাড়ির মইনুদ্দিনের বাবা দীর্ঘ বছর খরিদ কিতো জায়গায় ভুগ দখলে ছিলো পিতার মৃত্যুর পর মোঃ মইনুদ্দীন আলম সাথে দুই বোনসহ মাকে নিয়ে দীর্ঘ বছর বসত ভিটায় বসবাস করে বর্তমানে মইনুদ্দিনের বাবা মারা যাওয়ার পরে চাচা জেঠা মিলে বসত ভিটা থেকে বের করে জায়গা জোর পূর্বক দখল করে রাখে। দেয়ার খতিয়ান নং (১০৭১) এ দেখা যায় যে লতিফপুর মৌজায় বর্তমানে মহিউদ্দিনের বাবা রুহুল আমিন ১০০১ দাগে ভিটা এক গন্ডা মালিক হয় সাথে রয়েছে লিস্ট ভুক্ত বাংলাদেশ রেলওয়ে থেকে আরো দেড় গন্ডা মোট আড়াই গন্ডা জায়গা ভুগ দখলে ছিলেন মইনুদ্দিন এর পরিবারকে গত ১৩-২-২০২৩ ইংরেজি তারিখ তাদেরকে মারধর করে বের করে দেয় (১)হায়রুল আমিন (২) আবুল কাশেম (৩)নুরুল আমিন( ৪) সাইফুদ্দিন (৫)সাইফুদ্দিনের মা সালতাস বেগম (৬)টুম্পা (৬)শানু বেগম মহিউদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মারধরের একটি সি এর মামলা করেন মামলা নম্বর ১৩ মামলার তারিখ ১৩/২/২০২৩ ইংরেজি মামলার ধারা ১৪৩ /৩২৩/৩২৪/৫০৬ পরবর্তীতে মামলা তুলে নেওয়ার জন্য বিবাদীপক্ষ মহিউদ্দিনের পরিবারকে হুমকিদেয় মামলা বিজ্ঞ আদালত সংকৃষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ন্যায়বিচার করে ভুক্তভোগীর জায়গা ফিরিয়ে দেওয়া হোক