নাসীর উদ্দিন : মৌলভীবাজারের জুড়ীতে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় আড়াই লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও দুইজনকে ২২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১২ ই জুন) রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা আক্তার উপজেলার কামিনীগঞ্জ বাজারে অবস্থিত ওমর ফারুক ও মহি উদ্দিন খাঁন এর দোকানে অভিযান পরিচালনা করেন। তখন তাদের দোকান ও বিভিন্ন গুদামে তল্লাশী চালিয়ে বেশ কিছু অবৈধ কারেন্ট জাল ও অন্যান্য জাল জব্দ করেন। যার বাজার মূল্য প্রায় ২ লাখ ৫৪ হাজার টাকা।
এতে দোকান মালিক ওমর ফারুককে ১২ হাজার টাকা এবং মহি উদ্দিন খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান উপস্থিত ছিলেন এবং জুড়ী থানার এএসআই গৌতম এর নেতৃত্বে একদল পুলিশ সহযোগিতা করেন।