সাজাদুর রহমান সাজু: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংযোগ সড়ক উন্নয়ন, সেতু নির্মাণ ও প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২২ জুন) সকাল থেকে দিনভর উপজেলার সাপমারা, শাখাহার, রাজাহার ও কামদিয়া ইউনিয়নে ৭টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি বলেন, উন্নয়নের নেত্রী হিসেবে আন্তর্জাতিক দুনিয়ায় শেখ হাসিনা প্রশংসিত হয়েছেন। এ উন্নয়ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলেই সম্ভব হয়েছে। একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন তিনি। এ যাবৎকালে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতেই সব উন্নয়ন অর্জন হয়েছে।
এসময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল,উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল,ভাইস চেয়ারম্যান এম এ মতিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রানী রায় পাখি,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান আতিক, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি,কামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহেন শাহ ফকির,সাধারন সম্পাদক মুসফিকুর চৌধুরী উজ্জল,শাখাহার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহাজুল ইসলাম ভুট্টু,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাপমারা ইউপির সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরদার,ইউপি সদস্য মাহমুদ হাসান তুষার,যুবলীগ নেতা তারিকুল বাশার দুলাল, মিনহাজ সরকার,উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউপি সদস্যগণ, স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দিনভর নানা কর্মসূচীর মধ্যে ছিল উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামে রাস্তার উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন, চকরহিমাপুর গুচ্ছগ্রামের সামনে সেতু কাজের উদ্বোধন, সাহেবগঞ্জ ঠাকুরবাড়ির সামনে খালের উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন,মাদারীপুর থেকে শ্রীপুর অভিমুখে খালের উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন, শাখাহার ইউনিয়নে মোল্লাপাড়া খালের উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন, রাজাহার ইউনিয়নে বেউরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও কামদিয়া ইউনিয়নের পুয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন।
চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে গ্রামীণ অর্থনীতি অগ্রগতিসহ সড়ক যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।