1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

রাউজানে চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪

সঞ্জয় বড়ুয়া, রাউজান চট্টগ্রাম: চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট (বালক)- ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ‍্য দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার ব‍্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে। ২৬জুন বুধবার বিকেলে রাউজান মডেল সরকারি উচ্চ বিদ‍্যালয়ের মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে খেলা উপভোগ পরবর্তী চ‍্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। উপজেলা নির্বাহী অফিসার অংগ‍্যজাই মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার জয়িতা বসু। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানার সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, কামরুল হাসান বাহাদুর, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, ভূপেষ বড়ুয়া, লায়ন এম সরোয়ার্দী সিকদার, লায়ন সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, মোহাম্মদ রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, নুরুল আবছার বাশি, আব্দুল জব্বার সোহেল, মোহাম্মদ বাবুল মিয়া, রবীন্দ্রলাল চৌধুরী, রাউজান মডেল সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, কদলপুর স্কুল এন্ড কলেজের অধ‍্যক্ষ ওমর ফারুক চৌধুরী। খেলা পরিচালনা করেন অভিজ্ঞ পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ রাসেল। এছাড়াও এসময় মাষ্টার মোহাম্মদ ইলিয়াস, রনি পালিত, আরমান শান্ত সহ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নির্দিষ্ট সময়ের মধ‍্যে গোল না হওয়ায় ট্রাইবেকারের মাধ‍্যমে ৪-২ গোলে রাউজান মডেল সরকারি উচ্চ বিদ‍্যালয়কে পরাজিত করে কদলপুর স্কুল এন্ড কলেজ চ‍্যাম্পিয়নশীপ অর্জন করেন। উল্লেখ্য খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিতকল্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ব‍্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি