পিংকি আক্তার : পাবনা জেলার কাশীনাথপুরে পল্লী বিদ্যুৎ কেন্দ্রের পাশে অবস্থিত মা জেনারেল হাসপাতাল।এই হাসপাতালের এমডি মোঃ জাহাঙ্গীর করিম খান রুবেল। তিনি একজন জনদরদী মানুষ, গরীব ও অসহায় লোকদেরকে সবসময় সাহায্য সহযোগীতা করে থাকেন। এই হাসপাতালে সকল গরীব, দুঃখী, অসহায় লোকদেরকে বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন তিনি।তার ভাষ্যমতে কেউ বিনা চিকিৎসায় যাতে মৃত্যুবরণ করতে না পরেন সেইজন্য তিনি চিকিৎসা সেবা তাদের জন্য বিনামূল্যে করানোর ব্যবসথা করে দিয়েছেন।কোনো গরীব, অসহায় মানুষ যেনো চিকিৎসার অভাবে কষ্ট না পান সেইজন্য তিনি ঘোষণা ও দিয়েছেন হাসপাতালে তিনি নিজ দায়িত্বে তাদেরকে সেবা ও সহযোগিতা করবেন।এই হাসপাতালে রোগীদের খুব যত্ন ও গুরুত্বের সাথে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সেবা প্রদান করা হয়। ২৪ ঘন্টা রোগীদের সেবায় নিয়োজিত থাকেন ডাক্তাররা।অভিজ্ঞ নার্স ও ডাক্তার দ্বারা সেবা প্রদান করানো হয় রোগীদের। এমনকি জাহাঙ্গীর করিম খান রুবেল এর ওয়াইফ ও একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার ও এই হাসপাতালেই তিনি খুব নম্র ব্যবহার ও যত্ন সহকারে রোগীদের সেবা প্রদান করেন,তার আচরণে ও নম্রতায় রোগীরা অর্ধেক সুস্থ্যতা বোধ করেন জানা গেছে।রোগীরা সবসময় এই রকম নম্রতার ও যত্নশীল ডাক্তারকেই পছন্দ করে থাকেন।মোঃ জাহাঙ্গীর করিম খান রুবেল তিনি মানবতার ফেরিওয়ালা নামেও পরিচিত কাশীনাথ পুর এলাকায়।