এবারের মতো কোপা আমেরিকা থেকে বিদায় ব্রাজিলের। ন’বার কোপা আমেরিকার ট্রফি রয়েছে ব্রাজিলের। সেই ব্রাজিল এবার আটকে গেল টুর্নামেন্টের ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে। অ্যালিজেন্ট স্টেডিয়ামে কোপার কোয়ার্টার ফাইনালে নেমেছিল ব্রাজিল ও উরুগুয়ে। নির্ধারিত ৯০ মিনিট অবধি ম্যাচ গোলশূন্য ছিল। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে রুখে দিল উরুগুয়ে। ব্রাজিলের সাম্বা ম্যাজিক যেন ভ্যানিশ। বিশ্বজুড়ে ব্রাজিলিয়ান সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু তাঁদের নিরাশ করল সেলেকাওরা। ব্রাজিল শেষবার কোপা আমেরিকা জিতেছিল ২০১৯ সালে। আর বিশ্বকাপ জিতেছিল সেই ২০০২ সালে। দীর্ঘ সময় ধরে বড় কোনো ট্রফি জিততে না পারার হতাশায় থাকা সমর্থকদের তাই এবার ধৈর্য ধরে দলটার উপর ভরসা রাখতে বলেছেন অধিনায়ক দানিলো। ১০ জনের উরুগুয়েকেও হারাতে পারল না ব্রাজিল। টাইব্রেকারে হেরে ছিটকে গেল কোপা থেকে। টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল উরুগুয়ে। খেলার ফলাফলের প্রভাব পড়েছে বাংলাদেশের দর্শকদের মাঝেও, কোপার সেমিফাইনালের সময়সূচি (বাংলাদেশ সময়) ১০ জুলাই ২০২৪- আর্জেন্টিনা বনাম কানাডা (সকাল ৬টা, মেটলাইফ স্টেডিয়াম) ১১ জুলাই ২০২৪- কলম্বিয়া বনাম উরুগুয়ে (সকাল ৬টা, ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম)।