নাসীর উদ্দিন : বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মোঃ শেখ হাবিব মাল্টিমিডিয়ার ডাইরেক্টর মোঃ আব্দুর রহিম পায়ের সমস্যা নিয়ে গত কয়েকদিন যাবত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (তয় তলার) ১২ নাম্বার ওয়ার্ডের ৩৪ নং কেবিনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
গত (২৭ ই জুন) রাত ১২ টার দিকে পায়ের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম জানান, বেশ কিছুদিন যাবত আমার পায়ে সমস্যা হচ্ছিল। প্রাইভেট অনেক চিকিৎসা করানোর পরেও কোনো ফলাফল না পাওয়াতে আমি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। প্রথমে আমার একটা অপারেশন করা হয়। তারপর গত ২৭ জুন রাতে ২য় অপারেশন করা হয়। এমন আমি মোটামুটি সুস্থতাবোধ করছি। আমি কৃতজ্ঞতা জানাই ওসমানীর যেসকল ডাক্তাররা অনেক কষ্ট করে অপারেশন সফলভাবে সম্পন্প করেছন। এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী ও মহাপরিচালক মহোদয়কে যিনি, অত্যন্ত আন্তরিকতার সহিত আমার সুচিকিৎসা প্রদানে সর্বাত্বক সহযোগিতা করেছেন। আরও কৃতজ্ঞতা জানাই আমার প্রাণের সংগঠন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সকল নেতৃবৃন্দকে ও আমার দেশ ও প্রবাসে থাকা আপনজনদের যারা সবসময় আমার ভালো-মন্দ খোঁজখবর নিয়েছেন।
রহিম আরও বলেন, আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আল্লাহ্ পাক আমাকে দ্রুত সুস্থ করে আবারও অবহেলিত, নিপীড়িত, অসহায়, লাঞ্চিত – বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার সুযোগ করে দেন। আমিও সবার জন্য দোয়া করি ভালো থাকুন।