1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

সিলেটে অবৈধ ২০লক্ষ টাকার ভারতীয় চিনিসহ ১জন আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সিলেট মেট্রোপলিটন এলাকার মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক ৩৩৪ (তিনশত চৌত্রিশ) বস্তা, ১৬,৭০০ (ষোল হাজার সাতশত) কেজি, ২০,০৪,০০০/-(বিশ লক্ষ চার হাজার) টাকার ভারতীয় চিনি সহ ০১ (এক) জন চোরাকারবারী গ্রেফতার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সার্বিক দিক-নির্দেশনায় এবং মোগলাবাজার থানা অফিসার ইনর্চাজের তদারকিতে এসআই কৌশিক সরকার ও ফোর্সসহ থানা এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ৮জুলাই ২০২৪ ভোর অনুমান ০৫:০০ ঘটিকার সময় শিববাড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জানতে পারেন চোরাকারবারী ভারতীয় সীমান্তবর্তী সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা হতে অবৈধভাবে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ট্রাকে করে ভারতীয় চিনি ভর্তি ০১ টি ট্রাক যোগে বহর করে ভারত হতে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মোগলাবাজারের দিকে আসছে।

উক্ত সংবাদটি পেয়ে বিশেষ অভিযানে নিয়োজিত অফিসার এএসআই সোহেল আহমদ ও ফোর্সসহ এসএমপি সিলেট এর মোগলাবাজার থানাধীন দক্ষিণ নৈকাই সাকিনস্থ হযরত উমর (রাঃ) মসজিদের সামনে সকাল অনুমান ০৫:২০ ঘটিকার সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০৮/০৭/২০২৪  সোমবার সকাল অনুমান ০৫:৩০ মিনিটের দিকে ০১ (এক) টি ট্রাক চেকপোষ্ট পয়েন্টের সামনে আসা মাত্রই ট্রাকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সিগন্যাল দিয়ে ট্রাকটি থামান। উক্ত ট্রাকের ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে গাড়িতে থাকা মালামালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, গাড়িতে চিনি রয়েছে। গাড়িতে থাকা চিনির বিষয়ে কোন কাগজপত্র আছে কিনা জিজ্ঞাসা করলে ট্রাকের ড্রাইভার সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় গাড়িটি তল্লাশী করে (১) বিভিন্ন রংয়ের প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ৩৩৪ (তিনশত চৌত্রিশ) বস্তা ভারতীয় চিনি, যার প্রতিটি বস্তার গায়ে ইংরেজিতে “MAHARASHTRA 416113 INDIA”, “NET WEIGHT 50KG” অথবা “INDIA” লিখাসহ আরো অন্যান্য লিখা রয়েছে, প্রতি বস্তা চিনির ওজন ৫০ কেজি করে মোট (৩৩৪X৫০)=১৬,৭০০ (ষোল হাজার সাতশত) কেজি ভারতীয় চিনি, মূল্য অনুমান (১৬,৭০০X১২০)= ২০,০৪,০০০/-(বিশ লক্ষ চার হাজার) টাকা এবং (২) ০১ (এক)টি হলুদ নীল রংয়ের ট্রাক গাড়ি যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১৮-০৯৭০ ও মালামালসহ ধৃত আসামী মোঃ শহিদুল ইসলাম এর দখল থাকা ট্রাক হতে উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শহিদুল ইসলাম পলাতক আসামী ২। সাহেল মোল্লা (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট এর সহযোগিতায় অজ্ঞাতনামা আরো কয়েকজনকে নিয়ে জব্দকৃত ভারতীয় চিনি অবৈধভাবে সীমান্তবর্তী গোয়াইঘাট এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে এনে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করার উদ্দেশ্যে পরিবহণ করছিল বলে জানায়। এ বিষয়ে এসআই(নিঃ)/কৌশিক সরকার বাদী হয়ে এজাহার দায়ের করলে মোগলাবাজার থানার মামলা নং-০৪/৯১, তারিখ-০৮ জুলাই, ২০২৪ রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে মোগলাবাজার থানা পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি