স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন মাসুম (সীতাকুণ্ড) চট্টগ্রাম: সীতাকুণ্ডে ১১টি দোকানে অভিযান পরিচালনা করে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করে সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম জানা যায় আজ (মঙ্গলবার)সকাল ১০.৩০ এ সীতাকুণ্ডে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের হার্ডওয়্যারের ড্রিলিং লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬, এর (৩) ধারায় ৭টি হার্ডওয়্যারের দোকানকে যথাক্রমে- ফজলে ট্রেডিংকে ১০,০০০/-, শিবুলী হার্ডওয়ারকে ১০,০০০/-, সীতাকুণ্ড হার্ডওয়্যারকে ১০,০০০/-, আলী ইলেক্ট্রিককে ১০,০০০/-, নাজমা ইলেক্ট্রিককে ১০,০০০/-, রুমা হার্ডওয়্যারকে ১০,০০০/- টাকা; মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য মজুদ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৩৮,৪৪,৪৫,৫১) ধারায় ৪টি মুদি দোকানকে যথাক্রমে- জাহাঙ্গীর এন্টারপ্রাইজকে ১০,০০০/-, প্রীতি এন্টারপ্রাইজকে ১০,০০০/-, জাফর স্টোরকে ১০,০০০/-, মদিনা এন্টারপ্রাইজকে ১০,০০০/- টাকা এবং প্রকাশ্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করার অপরাধে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার/ নিয়ন্ত্রনণ আইন-২০০৫ এর (৫) ধারায় ২টি ডিপার্টমেন্টাল ষ্টোরকে যথাক্রমে- প্রীতি এন্টারপ্রাইজকে ৫,০০০/-, জাফর স্টোরকে ৫,০০০/- টাকা, মোট ১১টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট= ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে সীতাকুণ্ড উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম বলেন সীতাকুন্ড ১১ টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করি।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।