1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

গাইবান্ধায় ১৫বছর আগে বন্যায় ভেঙ্গে যাওয়া ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

লিটন মিয়া লাকু
  • আপডেট : শনিবার, ২০ মার্চ, ২০২১
গাইবান্ধায় ১৫বছর আগে বন্যায় ভেঙ্গে যাওয়া ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
গিদারী ইউনিয়নের প্রধানের বাজার থেকে কালিরবাজার রাস্তায় প্রায় ১৫বছর পূর্বে বন্যায় ভেঙ্গে যাওয়া ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদরে গিদারী ইউনিয়নের প্রধানের বাজার থেকে কালিরবাজার রাস্তায় প্রায় ১৫বছর পূর্বে বন্যায় ভেঙ্গে যাওয়া ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০মার্চ) এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গিদারী শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার ভুক্তভোগী বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর মাস্টার, উত্তর গিদারী শাখা সিপিবি’র সম্পাদক জাহাঙ্গীর মন্ডল প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, প্রায় ১৫বছর আগে বন্যায় পানির তোড়ে ব্রীজটি ভেসে গেলেও আজও কেন ব্রীজটি নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে না তা বোধগম্য নয়। তারা আরও বলেন, ইউনিয়নবাসী বড় একটি অংশের মানুষ এই পথে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাতায়াত করে তারপরেও ব্রীজটি নির্মাণে কর্তৃপক্ষের গাফিলতি সীমা লঙ্ঘন করছে। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে ডাক দেয়া হবে বলেও বক্তাগণ হুসিয়ারী দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি