1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

সাঁথিয়ায় পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

এস এম আলমগীর চাঁদ (পাবনা জেলা প্রতিনিধি ) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা তার ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের ঘর থেকে নগদ ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। বুধবার (১০জুলাই) ভোর রাতে পাবনার সাঁথিয়া পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গাজীপুর র‌্যাবে কর্মরত রয়েছেন। এএসপি (বেড়া) সার্কেল আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, বুধবার ভোর রাতে ১০/১২ জনের একদল ডাকাত গোপিনাথপুরে এএসপি আবুল কালাম আজাদের ভাই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সালামের ঘরের বারান্দার গ্রিল কেটে দুটি শয়নকক্ষের দরজা ধাক্কায় ও ডাকাডাকি করে। এ সময় শয়নকক্ষে অবস্থানরত লোকজন দরজা খুলে দেয়ামাত্রই ডাকাতদল অস্ত্রের মুখে ব্যবসায়ী আব্দুল সালাম, তার স্ত্রী জোসনা খাতুন, ছেলের বউ হাসিনা খাতুনকে বেঁধে ফেলে। এ সময় এএসপির ভাতিজা জুয়েল বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং তাকেও বেঁধে রেখে আলমারীর তালা ভেঙ্গে নগদ ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় তাদের ডাকচিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসে। আহত জুয়েলকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি