মো: মহসিন উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ, নোয়াখালী: নোয়াখালী নবম দিনের মতো চলছে পল্লীবিদ্যুৎ সমিতির নয়শ কর্মকর্তা-কর্মচারী নিয়ে কর্মবিরতি।প্রতিদিন সকাল নয়টায় শুরু হয়ে কর্মবিরতি চলে বিকাল ৫টা পর্যন্ত ।
৯ জুলাই মঙ্গলবার জেলার পল্লীবিদ্যুৎ সমিতির নয়শত কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন অনলাইন বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা রাজন কুমার দাস।
বাংলাদেশ বির্নিমাণে বিআরইবি/পিবিএস একীভূতকরণসহ বিভিন্ন চাকরির বিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি তোলা হয় কর্মবিরতি থেকে।
এ সময় কর্মবিরতিতে উপস্থিত ছিলেন-নোয়াখালী সদরপ্তরসহ ৮টি জোনাল ও একটি সাব জোনাল অফিস কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কেন্দ্রীয় নেতা বক্তব্যে বলেন, কর্মবিরতি নবম দিনেও যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি মেনে নিয়ে অবস্থা পরিবর্তন হয়, আগামী দিনে কর্মবিরতি আরও বেগবান হবে।