1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

কালিয়াকৈর বাজারে ভ্রাম্যমাণ  আদালত, উচ্ছেদ ও জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

মোঃ নাজিম উদ্দীন (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় গতকাল মঙ্গলবার  ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় কালিয়াকৈর বাজার রোডের     ফুটপাত জাবর দখল করে রাখা  কয়েকটি অবৈধ দোকানপাট উচ্ছেদ ও দুই দোকান মালিককে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ২/৩ দিন আগে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। কিন্তু ২/৩ দিন যেতে না যেতেই আবারো সড়ক ও ফুটপাত দখল করে কয়েকটি দোকানপাট বসায় অবৈধ দখলদাররা। খবর পেয়ে ওই কালিয়াকৈর বাজার এলাকায় গতকাল মঙ্গলবার  ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ওই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন খাদ্য নিরাপত্তা বিভাগের (বিএসটিআই) সিনিয়র পরীক্ষক কামরুল পলাশ, ইন্সপেক্টর  আবিদ হাসনাত, কালিয়াকৈর থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মচারীসহ অন্যান্যরা। অভিযান চালিয়ে ওই বাজার এলাকায় সড়ক ও ফুটপাতের অবৈধ দোকানপাট আবারো উচ্ছেদ করা হয়। এসময় আইন অমান্য করার অপরাধে কয়েকজন দোকানীকে আটক করা হয়। খবর পেয়ে ওই বাজার বণিক সমিতির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন আর অবৈধ দোকানপাট বসানো হবে না  মর্মে জানালে তাদের জিম্মায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু এ সময় আবারো দোকান বসানোর অপরাধে কালাম মিয়া নামের এক দোকান মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভেজাল পণ্য বিক্রির অপরাধে লাবনী ষ্টোর-১ ও লাবানী ষ্টোর-২ এর মালিক দুলাল সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ওই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদ জানান, অভিযান চালিয়ে কালিয়াকৈর বাজার এলাকায় দখলমুক্ত করা হয়েছে। এসময় দুই দোকান মালিককে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জনদুর্ভোগ কারি দের বিরুদ্ধে  উচ্ছেদ ও খাদ্যে ভেজাল, ওজনে কারচুপির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। সাধারণ জনগণের অভিযোগ কালিয়াকৈর পৌর মেয়রের বরাবর অভিযোগ করলেও ফুটপাত জবর দখল কারীর বিরুদ্ধে কালিয়াকৈর পৌর মেয়র কোন ব্যবস্থা করেন নাই।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি