1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

সাংবাদিকের উপর অনাকাঙ্ক্ষিত হা’মলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ওমর ফারুক রবিন
  • আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

রাজধানীর পল্লবীর চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বাংলা টিভি’র রিপোর্ট প্রান্ত পারভেজকে পল্লবীর কুখ্যাত কিশোর গ্যাং ‘মাইরা দে’ গ্রুপের হামলা, মিথ্যা মামলা ও পরিবারের সদস্যদের শীর্ষ সন্ত্রাসী দিয়ে গুম খুনের হুমকির ঘটনায় হামলাকারী এবং হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার ও দেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে রাজধানীর মিরপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফ্রিল্যান্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ও বৃহত্তর মিরপুরের সাংবাদিক বৃন্দ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

উক্ত মানববন্ধনের প্রধান অতিথি বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক প্রান্ত পারভেজ এর নামে মিথ্যা মামলা, তার ওপর হামলা ও হুমকি দাতাদের ৭২ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা না হলে আগামীতে দেশের ৬৪ জেলায় আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও দুঃখ নিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের মাঠে আন্দোলন করতে হয় এটা খুবই দুঃখজনক।

এ সময় মিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের বলেন, সাধারণ মানুষের সুরক্ষায় অস্ত্রের লাইসেন্স দেয়া হলেও সাংবাদিকদের কেন দেয়া হয় না?
খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি স্বাধীন সরকার বলেন। মিথ্যা হামলা আমাদের দেশে এতই প্রচলিত বলতে কস্ট লাগে। সংবাদ কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা নিজের স্বার্থ হাসিল দেশের জন্য ক্ষতিকর। সকল পুলিশ সদস্যকে অনুরোধ করব, বেনজীর আহমেদের মত আপনারা প্রশ্নবিদ্ধ হতে বিরত থাকুন। সাংবাদিক নেতা আগামীতে প্রতিটি সাংবাদিকের সুরক্ষায় অস্ত্রের লাইসেন্সের অনুমতি দেয়ার কথাও জানান তিনি।

এ সময় মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মির আখতারুজ্জামান তারেক বলেন, ফোনে শীর্ষ সন্ত্রাসী পরিচয় দেয়ার পরেও এখনো গ্রেপ্তার না হওয়ায় এটি আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা বলেও ধিক্কার দেন তিনি।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সংগঠনের বক্তারা সাংবাদিক প্রান্ত পারভেজের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ.এম জামাল উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মুসা মিয়া সহ ঢাকা বিভাগের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি