রাজধানীর বনানী সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী।
শনিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে আসর নামাজের পর সামরিক কবরস্থান সংলগ্ন মসজিদের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পরে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি নেতা কর্নেল (অব.) জয়নাল আবেদিন, অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস, মেজর (অব.) হানিফ, মেজর (অব.) ব্যারিস্টার সারোয়ার হোসেন, শায়রুল কবির খান, হাসান বিন শফিক সোহাগ, মরহুমের একমাত্র মেয়ের জামাতা এ কে এম মহিউদ্দিন প্রমুখ।
গত ১০ মার্চ জ্বর ও সর্দি নিয়ে সিএমইচে ভর্তি হন মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী। পরে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। গত ১৩ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে তিনি মারা যান।