1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

সত্যের জয় দিয়ে পালালেন হাসিনা 

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

মোঃ দেলোয়ার হোসেন: ভয়াবহ এক বিপর্যয় এঁর মধ্যে দিয়ে গত প্রায় ২০ দিন অবরোদ্ধ দেশ বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্ব গণ মানুষের সম্পৃততায় আজ ৫ ই আগস্ট মুক্তিকামি ছাত্র জনতার হাতে উদিত হলো এক নতুন সূর্য, আজ আনুমানিক দুপর ১২:৩০ মি: দেশ ত্যাগ করেন সামরিক বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা ইস্তফা প্রদান এর মধ্যে দিয়ে শেষ হলো বিগত ১৫ বছর ধরে চলা অত্যাচার জুলুমের শাসনকাল, লাখো কোটি জনতার উপছে পড়া ভীড় আনন্দ উল্লাসে পরিনত হয় ঢাকার প্রতিটি জনপদ, প্রগতি সরনি নতুনবাজার,ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন বাঁশতলা,বাড্ডা, সুবাস্ত মেইন রোড ঘিরে নারী,পুরষ,শিশু,কিশোর,তরুন,আবাল,বৃদ্ধ,
বনিতা সকল শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটতে থাকে বেলা বাড়ার সাথে এবং বেলা ৩ টার পর তা এক জনসমদ্রে পরিণত হয়, দেশকে এক ভয়াবহ সংঘাত,মুক্তিযুদ্ধের সপক্ষের স্বঘোষিত দল, এবং রাজনৈতিক ভাবে আওয়ামীলিগকে দেওলিয়া করে, জাতির ঘাড়ে উন্নয়নের ঋণের বোঝা চাপিয়ে সত্যের জয় দিয়ে দেশ ছেড়ে পালালেন এক সময়ের ক্ষমতাবান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদিও এই ২০ টি দিন কারফিও চলাকালীন সময়ে নিজেকে ঘরে আটকে রাখতে পারিনি কোনো ভাবেই অবচেতন মন বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে পরিবার,পরিজনের কথা উপেক্ষা করে ছুটে গেছি পথের ধারে জনপদের খবরা খবর সংগ্রহে, এবং যদিও আমি একজন অত্যন্ত নতুন শিক্ষানবীশ সংবাদ সংগ্রাহক এবং নতুন একটি সংবাদ প্রতিষ্ঠান তারপর ও সকল পুলিশি বাধা বিপত্তি, ছাত্রদের সংঘাত এবং আন্দোলনকারীদের লাঞ্ছনার পরও ছিলাম অবিচল, আজ দেশের ১৮ কোটি মানুষের মতো আমাদের সকলের উচিত সকল সংঘাত, সংখ্য লঘুদের ঘর বাড়ি, রাষ্ট্রীয় ও সম্পদ রক্ষার পাশাপাশি নিরীহ মানুষ যেনো ক্ষতিগ্রস্থ না হয়,আন্তর্জাতিক গণ মাধ্যমের খবর মতে ডক্টর ইউনুসকে প্রধান রেখে নতুন সরকার গঠন করা হয়েছে, শুভ কামনা !

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি