আমিনুল ইসলামঃ চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন সরকারি দফতর, অধিদফতর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যমুনার সামনে এসে অবস্থান নিয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে তিনটায় শাহবাগ মোড় ছেড়ে যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনরতরা। এর আগে সকাল থেকে পৌনে তিনটা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ছিলেন।
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং ও দৈনিক মুজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারীরা এই বিক্ষোভ প্রদর্শন করছে।
এসময় বিক্ষোভকারীদের ‘তুমি কে, আমি কে, শোষিত শোষিত’ ‘আমার সোনার বাংলা, বৈষম্যের ঠাই নাই’ ‘ঈদ যায়, পূজা যায়, আমার বউ বোনাস চায়, ‘চাকরি আছে বেতন নাই, কিছু বললে চাকরি নাই’ সহ আরও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য,বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং ও দৈনিক মুজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারীরা তাদের সরকারি চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকে শাহবাগ অবরোধ করে রেখেছিলেন।