1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

পীরগঞ্জে অসহায় রিক্সা চালককে নতুন চার্জার ভ্যান কিনে দিলেন এক চিকিৎসক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দরিমান আলী নামে এক গরীব ও প্রবীন প্যাডেল রিক্সাচালককে ব্যাটারী চালিত আধুনিক রিক্সা- ভ্যান প্রদান করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে পৌর শহরের মেডিসিন পয়েন্ট চত্বরে আনুষ্ঠানিক ভাবে ঐ রিক্সাচালকের হাতে ব্যাটারী চালিত নতুন রিক্সা ভ্যানের চাবি তুলে দেয়া হয়।

এ সময় মেডিসিন পয়েন্টের স্বত্বাধিকারী জামানের পিতা আব্দুল বাসেদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ওষুধ ব্যবসায়ী জামান, সাংবাদিক সাইদুর হমান মানিক, কলেজ বাজার জামে সমজিদের ইমাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেডিসিন পয়েন্টের স্বত্বাধিকারী জামান জানান, দরিমান আলী দীর্ঘদিন ধরে অতি কষ্টে প্যাডেল চালিত রিক্সা চালিয়ে জীবীকা নির্বাহ করে আসছিলেন।

তার কষ্টের কথা জানতে পেরে একজন চিকিৎসক তাকে একটি ব্যাটারী চালিত নতুন রিক্সা-ভ্যান কিনে দেওয়ার সিদ্ধান্ত নেন। ঐ ডাক্তারের টাকায় কেনা নতুন রিক্সা ভ্যানটি ঐরিক্সা চালকের হাতে তুলে দিতে পেরে আশা আমরা খুশি।

প্রবীন রিক্সা চালক দরিমান জানান, অর্থের অভাবে ব্যটারী চালিত রিক্সা ভ্যান কিনতে পারছিলেন না। প্যাডেল চালিত রিক্সা চলাতে তার খুব কষ্ট হচ্ছিল এবং তার রিক্সায় মানুষ চড়তে চাইত না। এ কারনে তার আয়ও হত কম। ব্যাটারী চালিত নতুন রিক্সায় এখন তার তেমন কষ্ট হবে না আয়ও বাড়বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি