মো মহসিন, উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ, নোয়াখালী: নোয়াখালী (সদর- সূবর্ণচর)-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, চাটখিলের সাবেক সংসদ সদস্য এএইচএম ইব্রাহিমসহ ছাত্রলীগ, যুবলীগের ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুহাজার পাঁচ শত জনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন সোনাইমুড়ী থানায় গুলিতে নিহত শহীদ আসিফের বাবা মো. মোরশেদ আলম।সোমবার (১৯ আগস্ট) সকালে নোয়াখালী জজকোর্টের বেগমগঞ্জ আদালতে মামলার আবেদন করেন বাদী মোরশেদ আলম।
নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর শাহ আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ছাত্র জনতা ও জনসাধারণ আনন্দ মিছিল করতে যায়। সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য এ এইচএম ইব্রাহিম ও চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সালের নির্দেশে ওই মিছিলে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, পেট্রোল বোমাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে হামলা করা হয়। এসময় মিছিলকারী জনতা প্রাণ ভয়ে সোনাইমুড়ী থানায় আশ্রয় নিলে আসামিগণ এলোপাতাড়ি গুলি করে। গুলিতে মো. আসিফ (২৪) গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এছাড়া ঘটনাস্থলে মারা যায় আরও চারজন। এঘটনায় করা মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০০ জনকে আসামি করা হয়।