আব্দুল্লাহ আল নাঈম: ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকায় ভাড়া নেয়া একটি বাড়ির গোডাউনে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এসময় গোডাউন থেকে বিভিন্ন ক্রোকারিজ সামগ্রীসহ গ্যাস সিলিন্ডার চুরি নিয়ে নিয়ে যায় চোরেরা।
গোডাউনের মালিক সব্রুত সাহা অভিযোগ করে জানান, পূর্ব মেড্ডা এলাকায় আমার নিজের ইলিক্ট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন ছিল। সেখানে ওয়ালটন এর ইল্ট্রনিক্স পন্য রাখা হয়। গত রোববার বিকেলে আমি গোডাউন তালাবদ্ধ করে রেখে যাই। কিন্তু সোমবার বিকেলে এসে দেখতে পাই আমার গােডাউনের উত্তর পার্শ্বের দরজা এবং দেয়াল ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে গোডাউনের ভিতরে প্রবেশ করে দেখতে পাই, আমার গােডাউনের সমন্ত মূলব্যান ইলট্রনিক্স পন্য চুরি করে নিয়ে যায়। দেশে পুলিশের কার্যক্রম না থাকার সুযোগে দুবৃর্ত্তরা এ কাজ করেছেন বলে জানান তিনি।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে রাইস কোকার-৫০টি, স্ট্যাবিলাইজার ৫০টি, অটো গ্রাস চুলা- ৫২টি, ওয়েট স্কেল-২০টি, ইনডাকশন চুলা ১০টি, ইলেকট্রনিক কেটলি ২৫টি, ইলেকট্রিক ইস্ত্রি সহ গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে। এতে করে আমার প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, এই বিষয়ে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার সহ বিচার দাবি করছি। সেই সাখে আমার চুরি যাওয়া মালামাল যেন দ্রুত উদ্ধার হয়, এ ব্যাপারে আইনশৃঙ্খা বাহিনীর সহযোগীতা কামনা করছি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোজাফফর জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।