1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

নতুন দায়িত্ব পেলেন ৪ উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টার দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ দায়িত্ব বাড়ল তাদের।

মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্য ও অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে দায়িত্ব বাড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফকেও দায়িত্ব বাড়িয়ে ভূমি মন্ত্রণালয় দেওয়া হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্ৰণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সর্ব শেষ নৌ-পরিবহন মন্ত্রণালয় যুক্ত হয়েছে তার দায়িত্বের আওতায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের দায়িত্ব বাড়িয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে।

এসব মন্ত্রণালয়ের দায়িত্ব এর আগে ন্যস্ত ছিল প্রধান উপদেষ্টার ওপর। বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে রয়েছে ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব।

এগুলো হলো– মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি