1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

হাতিয়ায় আইনজীবী আহছান উদ্দিন ও সহকারী সুজনের উপর সন্ত্রাসী হামলা; মামলা হলে ও আসামীরা ধরাছোঁয়ার বাহিরে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

মু. অলি উল্যাহ ইয়াছিন, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় আইনজীবী আহছান উদ্দিন ও তার সহকারী সুজন উদ্দিনের উপর চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলায় সি,আর কোর্টে মামলা করে তা তিন কার্য দিবসের মধ্যে হাতিয়া থানাকে এফ,আই,আর হিসেবে গ্ৰহনের নির্দেশ দিলে হাতিয়া থানায় এজাহার হিসেবে তা রেকর্ড করেন যার জি,আর নং ১২/২৪ কিন্তু এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে উদ্বিগ্ন হয়ে আছে বাদীপক্ষ। মামলার সূত্রে জানা যায় গত একুশে আগস্ট দুপুর ১:৩০টার সময় হাতিয়ার ফৌজদারি কোর্ট শেষে আইনজীবী আহছান উদ্দিন বাসায় যাওয়ার সময় হাতিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম ওরফে হকসাবের নেতৃত্বে একদল সন্ত্রাসী দুই লক্ষ টাকার চাঁদা দাবি করে। এক পর্যায়ে চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দেয়।
আইনজীবী আহছান উদ্দিনের সহকারী সুজন উদ্দিন এর প্রতিবাদ করে, প্রতিবাদ করায় নুরুল ইসলাম ও সন্ত্রাসীরা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং আইনজীবী আহছান উদ্দিনের পকেটে থাকা শালিসি জামানতের একলক্ষ পঞ্চাশ হাজার ও সুজনের পকেটে থাকা ছয় হাজার পাঁচশত টাকা সন্ত্রাসীরা জোর করে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় আইনজীবী আহছান উদ্দিন তিনজনকে আসামি করে কোর্টে একটি সি,আর মামলা দায়ের করেন, নম্বর ৪৭৭/২৪।
আসামিরা হলো নুরুল ইসলাম ওরফে হকসাব পিতা মোঃ আবুল হোসেন, শামীম উদ্দিন মন্নাপ পিতা শাহজান, শাহনেওয়াজ পিতা আবু তাহের।
৪নং ওয়ার্ড, হাতিয়া পৌরসভা, থানা -হাতিয়া, জেলা -নোয়াখালী।

এই ব্যাপারেই মামলার বাদী আইনজীবী আহছান উদ্দিন সাংবাদিকদের জানান সম্পূর্ণ অন্যায় ভাবে শীর্ষ সন্ত্রাসী হকসাব আমার উপরে ও আমার সহকারীর উপর হামলা করে।
আমার প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে যায় সাথে সাথে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। মামলা করলে ও এতদিনে কোন সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি।
তিনি এ মুহূর্তে নিরাপদ মনে করছেন না। নোয়াখালী জেলা প্রশাসক ও হাতিয়া নির্বাহী কর্মকর্তা এবং হাতিয়া থানা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যেকোনো সময় মামলার কারণে সন্ত্রাসীরা আবারো হামলা করতে পারে এ ব্যাপারে তাকে নিরাপত্তা দেয়ার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি